Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জানুয়ারি ২০২৫

ইলেকট্রনিক্স টেকনোলজি

ইলেকট্রনিক্স টেকনোলজির পরিচিতিঃ

বিংশ শতাব্দীর প্রথম দিকে রেডিও এবং শেষের দিকে টেলিগ্রাফ শিল্পের প্রযুক্তিগত উন্নয়নের জন্য টেলিফোন শিল্পগুলোর বিকাশে একটি পেশা হিসেবে “ইলেকট্রনিক প্রকৌশল” এর উদ্ভূত হয় । রেডিও জনগণের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিল কারণ প্রযুক্তির সাহায্য নিয়ে এর মাধ্যমে বার্তা আদান প্রদান করা যেত । ১৯২০ সালের দিকে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে শুরু হওয়া অনেক সমপ্রচার “অপেশাদার” ছিল । বৃহৎ পরিমাণে ইলেকট্রনিক প্রকৌশলের আধুনিক সংস্করন যেমন- টেলিফোন, রেডিও এবং টেলিভিশন সরঞ্জাম ইত্যাদির উন্নয়ন এবং এর পাশাপাশি রাডার , সোলার , উন্নত অস্ত্রোপচার এবং উন্নত অস্ত্র সিস্টেম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃহৎ পরিমাণে এসব জিনিসের ব্যবহার ইলেকট্রনিক সিস্টেমের উন্নয়নের জন্ম দেয় ।

ইলেকট্রনিক্স প্রকৌশল বা কখনো ইলেকট্রনিক প্রকৌশল , প্রকৌশলবিদ্যার একটি শাখা যেটি ইলেক্ট্রনিক্সের প্রভাব ও আচরণ সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানের সাহায্যে বিভিন্ন উপাদান, যন্ত্রপাতি, (যেমন ইলেক্ট্রন টিউব, ট্রানজিস্টর, সমন্বিত বর্তনী ) ইত্যাদির নির্মাণ, পরিমার্জন, পরিবর্ধন করে। ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বা উপাদানের চালিকাশক্তি হিসেবে তড়িৎশক্তি ব্যবহৃত হয়। এই প্রকৌশলের অন্তর্গত শাখার মধ্যে তড়িৎশক্তি, টেলিযোগাযোগ প্রকৌশল, অর্ধ-পরিবাহী দ্বারা নির্মিত তড়িৎ বর্তনী অন্যতম ।

আধুনিক সভ্যতার চালিকা শক্তি হল ইলেকট্রনিক্স টেকনোলজি। সমাজের সব ধরনের লোকজন এই টেকনোলজির সুযোগ সুবিধা পেয়ে আসছে। উন্নত জীবন যাপনের জন্য মানুষ প্রতিটি মুহুর্তেই Electronics এর উপর নির্ভর করে চলছে। সুতরাং এই টেকনোলজিতে পড়াশুনা করে কোন প্রকৌশলীকে কোনক্রমে বেকার থাকতে হবে না।
বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানায় এই টেকনোলজিতে পাশ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রচুর চাহিদা রয়েছে। তাছাড়া যারা ব্যক্তিগত উদ্যোগে কম খরচে কোন ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চায় তাদের জন্য ইলেকট্রনিক্স টেকনোলজি ভিত্তিক লেখাপড়া একান্ত আবশ্যক। সমাজে যে হারে ইলেকট্রনিক্স সামগ্রীর এবং যন্ত্রপাতির ব্যবহার বাড়ছে তাতে করে দেশে দক্ষ ইলেকট্রনিক্স ডিপ্লোমা প্রকৌশলীর চাহিদা ক্রমে ক্রমে বেড়েই চলেছে। এই টেকনোলজিতে অধ্যয়ন করে ছাত্র-ছাত্রীরা যে দক্ষতা অর্জন করে তা দিয়ে খুব সহজেই ক্ষুদ্র প্রকল্প গ্রহণ ও বিপনণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সম্ভব যা বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখছে।

We connect people through technology! এই স্লোগানকে ধারণ করে ১৯৯৫ সালে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রনিক্স টেকনোলজির যাত্রা শুরু হয়। ইলেকট্রনিক্স টেকনোলজির শিক্ষার্থীরা দেশের বিভিন্ন নামকরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহে অত্যন্ত সুনামের সাথে চাকরি করছে। পাশাপাশি বিদেশে আমাদের শিক্ষার্থীরা সফলতার সাথে উচ্চশিক্ষা গ্রহণ করছে এবং বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে। 

 

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রনিক্স টেকনোলজির ল্যাবসমূহঃ

১) বেসিক ইলেকট্রনিক্স ল্যাব

২)মাইক্রো ল্যাব

৩) ডিজিটাল অটোমেশন ল্যাব

 

কর্মক্ষেত্রসমূহ:

  • সড়ক ও জনপথ অধিদপ্তর
  •  গণপূর্ত অধিদপ্তর
  •  শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
  •  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
  •  বাংলাদেশ রেলওয়ে
  •  ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
  •  বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
  •  বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
  •  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
  •  পাট ও বস্ত্র মন্ত্রণালয়
  •  খাদ্য মন্ত্রণালয়
  •  হাইটেক পার্ক
  •  আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
  •  রূপপুর পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
  •  বাপেক্স
  •  ডিপিডিসি
  •  পল্লী বিদ্যুৎ
  •  নেস্কো
  •  বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
  •  সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহ
  •  ক্ষুদ্র ও কুটির শিল্প
  •  জিটিসিএল
  •  কেজিডিসিএল
  •  বড়পুকুরিয়া কয়লা খনি
  •  আর পিসিএল
  • পলিটেকনিক সার্ভে ইন্সটিটিউট
  •  প্রত্নতত্ত্ব অধিদপ্তর
  •  বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
  •  সাংস্কৃতিক বিষয়ক
  •  বাংলাদেশ চা বোর্ড
  •  বিটিআরসি
  •  বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  • স্কুল ও কলেজ  শিক্ষক
  •  বঙ্গবন্ধু স্যাটেলাইট
  •  আবহাওয়া অধিদপ্তর
  •  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
  •  রাজউক
  •  ওয়াসা
  •  ডেসকো
  •  এলজিইডি
  • পিজিসিবি
  •  ইজিসিবি
  •  সিটি কর্পোরেশন
  • ডেশা
  • বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
  •  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
  •  কৃষি মন্ত্রণালয়
  •  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়
  •  ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি
  •  পরিবেশ ও বন মন্ত্রণালয়
  •  স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন
  •  পানি সম্পদ মন্ত্রণালয়
  •  অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয়
  •  প্রতিরক্ষা মন্ত্রণালয়
  • শ্রম কল্যাণ মন্ত্রণালয়
  • সরকারি ব্যাংক সমূহ
  •  শিল্প মন্ত্রণালয়
  •  বেপজা
  •  বন্দর কর্তৃপক্ষ
  •  বিটিসিএল
  •   নর্থওয়েস্ট পাওয়ার জোন
  • গ্যাস কোম্পানি লিমিটেড
  •  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ
  •  বিকেএসপি
  •  বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
  •  ইপিজেড
  • ইকোনমিক জোন
  •  ভূতান্ত্রিক জরিপ অধিদপ্তর
  • মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর
  •  বাংলাদেশ সেনাবাহিনী
  •  বাংলাদেশ বিমান বাহিনী
  •  বাংলাদেশ নৌ বাহিনী
  •  বাংলাদেশ বেতার
  • বাংলাদেশ পুলিশ
  • বর্তমানে বাংলাদেশে Mobile Phone Sector এর ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। যার ফলে Electronics এর Diploma Engineer দের নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।
  • Mobile Phone Company গুলোতে উপ-সহকারী প্রকৌশলী পদে চাকুরীর সুযোগ রয়েছে।
  • সরকারী-বেসরকারী সকল স্কুল, কলেজ , মাদ্রাসা , এস.এস.সি Vocational, Polytechnics Institute-এর Junior Instructor, হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। 

উচ্চ শিক্ষার সুযোগ সমূহ

  • B.Sc (Eng) in  Electrical & Electronics (EEE)
  • B.Sc (Eng) in Industrial Electronics
  • B.Sc (Eng) in Electronics & Tele Communication
  • B.Sc (Eng) in Instrumentation and process control
  • B.Sc (Eng) in Mechatronics etc.