ডিপ্লোমা- ইন -পাওয়ার ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ভর্তির যোগ্যতা :
এস.এস.সি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যেকোন সরকারী/ বেসরকারী প্রতিষ্ঠানে ০৪ বছর মেয়াদী (০৮ টি সেমিস্টার ভিত্তিক) ডিপ্লোমা -ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়া সম্ভব। এয়াড়াও এইচ.এস.সি (বিজ্ঞান বিভাগে) উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি ৩য় সেমিস্টারে ভর্তি হতে পারে।
পাওয়ার টেকনোলজি:
প্রাকৃতিক শক্তিকে ( তথা: জ্বালানী, পানি, বায়ু, সৌর শক্তি) কাজে লাগিয়ে যান্ত্রিক ও বৈদ্যুতিক শক্তিতে রুপান্থর করার কর্মকৌশল প্রণয়ন, পরিচালনা এবং রক্ষরাবেক্ষণের তাত্ত্বিক ও বাস্তব শিক্ষা প্রদান করে ৪র্থ শিল্প বিপ্লব মোকাবেলায় ও সমৃদ্ধ বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদেরকে কার্যোপযোগী করে গেেড় তোলা হয়।
যে সকল বিষয় পাওয়ার টেকনোলজিতে পড়ানো হয়:
পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ড্রইং, ফুয়েলস এন্ড লুব্রিক্যান্টস, ইঞ্জিন ডিটেইলস, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স এন্ড মেশিনারী, বেসিক ইলেকট্রিসিটি, অটে ইলেকট্রিসিটি, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউটর অব ইলেকট্রিসিটি সহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়সমুহ।
উচ্চ শিক্ষার সুযোগ:
পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা গ্রাজুয়েটরা দেশের বিভিন্ন সরকারী এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে পারবে।
পাওয়ার টেকনোলজির কর্মক্ষেত্রসমুহ:
উপ-সহকারী প্রকৌশলী (শক্তিকৌশল /যান্ত্রিক)/মোটরযান পরিদর্শক /টেকনিক্যাল অফিসার/জুনিয়র এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/জুনিয়র কমিশন্ড অফিসার/জুনিয়র ইন্সট্রাক্টর/ জুনিয়র ইঞ্জিনিয়ার/উপ-সহকারী পরিচালক হিসেবে পিডিবি, বিআরটিএ, বিআরটিসি,সড়ক ও জনপথ, পিডব্লিউডি, রেলওয়ে, কারিগরি শিক্ষা অধিদপ্তর,ভূ-তাত্তিক জরিপ অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বেপজা, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বিএডিসি, সিটি কর্পোরেশন, মেট্রোরেল, বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ, ডিপিডিসি, ডেসকো, পিজিসিবি, পেট্রোবাংলা নিয়ন্ত্রনাধীন বিভিন্ন কোম্পানী/প্রতিষ্ঠান,সরকারী ও বেসরকারী বিদ্যুৎ উৎপাদন কোম্পানি এবং বেসরকারী অটোমোবাইল সেক্টর সিএনজি স্টেশনসহ সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাষিত ও বেসরকারী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে দেশ-বিদেশে উচ্চতর বেতনে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
পাওয়ার টেকনোলজির ল্যাব ও ওয়ার্কশপ:
অটো পাওয়ার শপ, হিট ইঞ্জিন ল্যাব, হাইড্রেলিক্স ল্যাব, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন শপ।